আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ্ তায়ালা উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।

"হে প্রশান্ত আত্মা,

তোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে।" -আল কুরআন। 

আজ সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান বলেছেন , 'রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান।'

দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও ফেসবুক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রবিবার গাজীপুরের কাশিমপুর কারাগারে আল্লামা সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক জটিলতা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করেন। 

খবর পেয়ে বৈঠক বসেন, খুলনা সদর উপজেলার বসুপাড়ার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি। সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ মাদ্রাসায় আনা ও নির্দিষ্ট স্থানে দাফন করার বিষয়ে আলোচনা হয়।

জীবদ্দশায় দেলোয়ার হোসেন সাঈদীর ওসিয়ত অনুযায়ী তার মরদেহ দাফনের জন্য এ মাদ্রাসায় জায়গা নির্দিষ্ট রয়েছে।

দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম আসাদুজ্জামান বলেন, “দেলোয়ার হোসেন সাঈদী ও স্ত্রীর ওসিয়ত অনুযায়ী এ মাদ্রাসায় তাদের মরদেহ দাফনের জন্য জায়গা আগে থেকেই নির্দিষ্ট করা আছে। তাই তার মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসা কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ জরুরি বৈঠকে বসেন।”